আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটির ২৯৯ নং পার্বত্য জেলা আসনের প্রার্থী দীপেন দেওয়ান- এর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনায় রাজস্থলী উপজেলার পাহাড়ি অধ্যুষিত দুর্গম এলাকায় ব্যাপক নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে। এরই অংশ হিসেবে উপজেলার কমলছড়ি, চুশাক পাড়া, নাড়াইছড়ি, হেডম্যান পাড়া, চিংখ্যাং মারমাপাড়া, রিফিউজি পাড়া ও হলুদদিয়া পাড়াসহ ১, ২ ও ৩ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভাটি রাজস্থলী উপজেলার পাহাড়ি এলাকায় নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াই সুই খই মারমা। সভায় আরও উপস্থিত ছিলেন গাইন্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সোলেমান, উপজেলা সহ দপ্তর সম্পাদক মিশাচিং মারমা, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উথান মারমা, লাকি মারমাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও পাহাড়ি এলাকার বিপুল সংখ্যক সাধারণ জনগণ।
সভায় সভাপতির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াই সুই খই মারমা বলেন, পার্বত্য অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা, বঞ্চনা ও বৈষম্যের শিকার। এই পাহাড়ে বসবাসকারী মানুষের জীবনমান উন্নয়নে প্রকৃত জনবান্ধব ও সাহসী নেতৃত্ব প্রয়োজন। দীপেন দেওয়ান একজন পরীক্ষিত ও জনসম্পৃক্ত নেতা, যিনি পাহাড়ি জনগোষ্ঠীর আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।”
তিনি আরও বলেন, এই নির্বাচনে ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি পাহাড়ি জনগণের ন্যায্য অধিকার, উন্নয়ন ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতীক। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে।”
গাইন্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সোলেমান তাঁর বক্তব্যে বলেন, পাহাড়ি দুর্গম এলাকার মানুষের মৌলিক চাহিদা—শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থান—এখনও পুরোপুরি নিশ্চিত হয়নি। এই অবস্থার পরিবর্তনে সৎ ও জনগণের পাশে থাকা নেতৃত্ব খুবই জরুরি। দীপেন দেওয়ান সেই নেতৃত্বের প্রতীক।”
তিনি বলেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট প্রদান মানেই পাহাড়ি এলাকার উন্নয়ন, শান্তি ও অধিকার প্রতিষ্ঠার পক্ষে রায় দেওয়া। আমি সকল পাহাড়ি ও বাঙালি ভোটারদের প্রতি আহ্বান জানাই—নিজ নিজ অবস্থান থেকে ধানের শীষের পক্ষে কাজ করুন।”
আলোচনা সভায় অংশগ্রহণকারীরা আসন্ন নির্বাচনে নির্বাচনী কৌশল নির্ধারণ, বিভিন্ন পাড়ায় প্রচার কার্যক্রম আরও জোরদার করা, বাড়ি-বাড়ি গণসংযোগ বৃদ্ধি এবং পাহাড়ি এলাকার ভোটারদের সঙ্গে সমন্বয় জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। সভা শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণ দীপেন দেওয়ানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।


















