কক্সবাজার জেলা প্রতিবন্ধি ফেডারেশনের উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন হেফজখানার প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত কক্সবাজারের ঈদগাঁও উপজেলার আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা মিলনায়তনে এই প্রতিযোগিতার আয়োজন করে জেলা প্রতিবন্ধি ফেডারেশন।সংগঠনের সভাপতি হাফেজ জাফরের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন ঈদগাঁও উপজেলা ইমাম সমিতির সভাপতি মৌলানা এনামুল হক ইসলামাবাদী।
বিশেষ অতিথি ছিলেন ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব সভাপতি সেলিম উদ্দিন, ভারুয়াখালী কেন্দ্রীয় মসজিদ খতিব মৌলানা ওয়াক্কাস উদ্দিন গাজী, চৌফলদন্ডী মাদরাসার আন নুর পরিচালক হাফেজ ক্বারি রিদুয়ান কাদির, ফেডারেশনের উপদেষ্টা আবদুল মজিদ ও সাংবাদিক বদিউল আলম বাহাদুর প্রমুখ।
এসময় শিক্ষক মৌলানা আশেক, সংগঠনের কোষাধ্যক্ষ ছমুদা বেগম, আসমাউল হুসনাসহ অনেকে উপস্থিত ছিলেন। প্রসঙ্গতঃ পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করে জেলা প্রতিবন্ধি ফেডারেশন তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং পবিত্র কোরআনের সাথে গভীর সম্পর্ক এবং তাজবিদসহ শুদ্ধ তেলাওয়াত ও হেফজকে প্রাধান্য দেয়া।


















