পবিত্র রমজান উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছে অনুযায়ী সাশ্রয়ী মূল্যে দেশের ১ কোটি গরিব জনগণকে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় কাপ্তাই উপজেলায় দ্বিতীয় দফায় বৃহস্পতিবার (৭ এপ্রিল) হতে ফের টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে।
উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর কলাবাগান সিবিএ অফিস চত্বর এবং ২ নং রাইখালী ইউনিয়ন এর নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে সকাল ৯ টা হতে সরকার কর্তৃক মনোনিত নির্ধারিত কার্ডধারী পরিবারকে ৫ শত ৬০ টাকার বিনিময়ে ২ কেজি ছোলা , ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি , ২ কেজি মসুর ডাল টিসিবির পণ্য দেওয়া হচ্ছে বলে জানালেন কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পিআইও) রুহুল আমিন ।
তিনি জানান, প্রথমদিন( বৃহস্পতিবার) চন্দ্রঘোনা ইউনিয়নে ৮ শত ২২ জন এবং রাইখালী ইউনিয়নে ১ হাজার জনকে টিসিবির পণ্য দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বাকি ৩ টি ইউনিয়নে সর্বমোট ৭ হাজার ৬ শত ৫১ জনকে টিসিবির পণ্য দেওয়া হবে।
এদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কলাবাগান সিবিএ অফিস চত্বরে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মুনতাসির জাহান।
এইসময় , ট্যাগ অফিসার উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি, পিআইও রুহুল আমিন, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।