বর্ণাঢ্য আয়োজনে রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলীতে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। রাজস্থলী উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা উৎসবের উদ্বোধন করেন।
এ সময় তার সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ, ভাইস চেয়ারম্যান অংনুচি মারমা, ওসি জাকির হোসেন, ১ নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, মহিলা সভানেত্রী লংবতি ত্রিপুরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রায় বিভিন্ন রঙের পোশাক পরে নারী পুরুষ অংশগ্রহণ করে।
এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী-পুরুষও তাদের ঐতিহ্যবাহী নানা রঙের পোশাক পরে অংশগ্রহণ করে শোভাযাত্রায়।
একদিকে বাঙালির নববর্ষ পহেলা বৈশাখ অন্যদিকে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের বর্ষবরণ বৈসাবি উৎসব চলছে একই সাথে রাজস্থলীতে। ফলে সম্প্রীতির মিলন মেলায় পরিণত হয়েছে পুরো রাজস্থলী উপজেলা এলাকা।