প্রবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার হিসেবে নানিয়ারচরের ১১ টি পরিবার পাচ্ছেন জমিসহ ঘর।
মুজিবর্ষ উপলক্ষে দেয়া রাঙামাটির নানিয়ারচর উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ‘ ক’ শ্রেনীর আওতায় জমিসহ ঘর এবাবের ঈদ উপহার হিসেবে ১১ পরিবার এসব পাচ্ছেন বলে ২৫ এপ্রিল নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে সাংবাদিকদের সঙ্গে প্রেস কনফারেন্সে এই তথ্য দেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফজলুর রহমান।
তিনি আরো জানান, আগামী ২৬ এপ্রিল ৩য় পর্যায়ে সারাদেশে ৩২ হাজার ৯০৪ টি ঘরের ঈদ উপহার হিসেবে হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।