সরকারের কাপ্তাইয়ের সামাজিক সুরক্ষা কর্মসুচীর আওতায় গ্রামীণ পর্যায়ে সুবিধাভোগীদের সাথে মত বিনিময় করেছেন খাদ্য মন্ত্রনালয় সম্প্রর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।
সোমবার (১৬ অক্টোবর) সকাল ১০ টায় কাপ্তাই উপজেলার কর্ণফুলী সরকারি কলেজ মাঠে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর উদ্যোগে উপজেলা পর্যায়ে বর্তমান সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগী ব্যাক্তিদের নিয়ে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত ও বাচিক শিল্পী রওশন শরীফ তানি এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন, কাপ্তাই উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, কর্ণফুলী সরকারি কলেজ এর অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, রাইখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: সেলিম এবং কাপ্তাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লাভলী আক্তার ।
মতবিনিময় সভায় দীপংকর তালুকদার এমপি বলেন, আজকে প্রধানমন্ত্রীর আন্তরিকতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ জনগণ বিভিন্ন ভাতা পাচ্ছেন। তাই আজকে আমরা এই সভা হতে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে সকলকে অনুরোধ জানাই, উন্নয়ন এর ধারা অব্যাহত রাখতে আগামীতেও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
মতবিনিময় সভায় উপকারভোগীদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এর সাবেক কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, চন্দ্রঘোনা ইউনিয়ন এর আঁখি আক্তার ওয়াগ্গা ইউনিয়ন এর রাজ চন্দ্র তঞ্চঙ্গা, চিৎমরম ইউনিয়ন এর নাইম্রাচিং মারমা এবং রাইখালী ইউনিয়ন এর মাচিংহ্লা মারমা।
মতবিনিময় সভায় কাপ্তাই উপজেলার সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতাভুক্ত সুবিধাভোগীসহ প্রায় ৫ হাজার সাধারণ জনগণ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।