গণ সংযোগে ব্যস্ত সময় পার করছেন রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী ২ জন চেয়ারম্যান, ২১ জন সাধারণ সদস্য ও ১৩ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী।
আগামী ১৫ জুন প্রথম বারের মতো এই ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে বলে জানান, কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও এই ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার।
আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধীতা কারী আক্তার হোসেন মিলন রবিবার (২৯ মে) সকালে তাঁর কর্মী সমর্থকদের নিয়ে কেপিএম এর সাদেকের ঘোনা ও মাস্টারকলোনি এলাকায় ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছে নৌকার পক্ষে ভোট প্রার্থণা করেন।
এ ছাড়া তিনি একই দিন ফকিরাঘোনা এলাকায় উঠান বৈঠক করেন। এদিকে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতাকারী স্বতন্ত্র প্রার্থী বিপ্লব মারমা একইদিন কেপিএম এর কলাবাগান এলাকায় গণসংযোগ করেন।
এছাড়া স্ব- স্ব ওয়ার্ডের সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীরা রবিবার সারাদিন ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থণা করেছেন।