রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত ‘সহকারী শিক্ষক’ এর শূণ্যপদে জাতীয় বেতনস্কেল-২০১৫ এর ১৩তম গ্রেডে অস্থায়ীভাবে নিয়োগের জন্য রাঙামাটি পার্বত্য জেলার পৃকৃত নাগরিকদের নিকট থেকে নিম্নে উল্লেখিত নির্দেশনা/শর্ত অনুযায়ী দরখাস্ত আহবান করে নিয়োগ বিজ্ঞাপ্তি প্রকাশ করা হয়েছে।
৩০ জুন ২০২২ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের রক্ষিত বাক্সে আবেদন জমা দিতে হবে।
এতে উপজেলা ভিত্তিক ৪৬২টি পদের সংখ্যা উল্লেখ করা হয়েছে। এরমধ্যে সর্বোচ্চ সংখ্যক পদ রয়েছে বাঘাইছড়ি উপজেলায়, ৮৮টি। আর সর্বনিম্ন কাপ্তাইয়ে; ২২টি। এছাড়া জুরাছড়ি-৫৫, রাঙামাটি সদর উপজেলা-৫১, লংগদু-৫১, বিলাইছড়ি-৫০, রাজস্থলী-৪৫, কাউখালী-৩৭, বরকল-৩৫ এবং নানিয়ারচর-২৮টি।
আবেদনকারীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক(সম্মান) বা সমমানের ডিগ্রী থাকতে হবে। বয়স সীমা ৩০ জুন ২০২২ তারিখে সর্বনিম্ন ২১ বৎসর এবং সর্বোচ্চ ৪০ বৎসর (মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪২ বৎসর) হতে হবে। বেতনস্কেল ধরা হয়েছে ১১০০০-২৬৫৯০ টাকা (গ্রেড-১৩) (জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী।