রাঙামাটি সদর উপজেলার জীবতলি ইউনিয়ন ও বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা কৌশল্যা ঘোনা এলাকায় প্রতিপক্ষের হামলায় মোঃ ইব্রাহিম (৫৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছে।
রবিবার ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
বিলাইছড়ি থানার ওসি মো. আলমগীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন দুপুরে বিলাইছড়ি হাসপাতালে মোঃ ইব্রাহিম নামে একজনে অজ্ঞান অবস্থায় আনা হয়। পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
ওসি বলেন এ ঘটনায় মিন্টু মিয়া, মোঃ মোস্তফা নামে দুইজনকে আটক করা হয়েছে।
তিনি বলেন, নিহত ইব্রাহিমের কৌশল্যা ঘোনায় সেগুন বাগান আছে। সেখানে গাছ কাটাকে কেন্দ্র করে মোস্তফা, বাবুল, মিন্টুর সাথে ইব্রাহিমের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে ইব্রাহিমের উপর হামলা করা হয়। হামলায় ইব্রাহিম আহত হয়। এ কথা পুলিশকে জানিয়েছে ইব্রাহিমের মেয়ে মুক্তি।
ওসি আরো বলেন, ঘটনাস্থল রাঙামাটি সদরের হলেও নিহত ও আটক ব্যাক্তিরা বিলাইছড়ির কেংড়াছড়ির বাসিন্দা। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটিতে পাঠানো হয়েছে। আটকদের রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
রাঙামাটি বিএনপির মিডিয়া ফোকাল পার্সন মোহাম্মদ কামাল হোসেন জানান নিহত ইব্রাহিম বিলাইছড়ি বিএনপির উপদেষ্টা ছিলেন।