শুক্রবার , ১৮ নভেম্বর ২০২২ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

অভিনেতা রনজিত মল্লিকের দিন কাটছে যেভাবে

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ১৮, ২০২২ ২:১৩ অপরাহ্ণ

মেয়ে, রাজসিংহাসন , রাঙা তলোয়ার, গৌরি মালা, জীবন্ত কবর, আলোমতি প্রেম কুমার। এইছাড়া তিনি আরোও অনেক যাত্রাপালা, থিয়েটার নাটক এবং পথ নাটকে অভিনয় করেছেন । তবে যাত্রা পালায় তিনি সবসময় রাজার চরিত্রে অভিনয় করতেন বলে জানান।

টেলিভিশন পর্দায় কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। বেসরকারি চ্যানেল এনটিভিতে প্রচারিত “একটি কিনলে একটি ফ্রি” নামক টেলিফ্লিমে তিনি একটি চরিত্রে অংশ নিয়েছেন। যাত্রাপালার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় পৌরানিক কাহিনী অবলম্বনে রচিত নিমাই সন্নাস, সাবিত্রি সত্যবান সহ কয়েকটি পৌরাণিক নাটকে তিনি কখনো গায়কের ভূমিকায় অভিনয় করেছেন, তারঁ গানের গলাও বেশ সুমধুর।

দ্যা লেপ্রোসি মিশনের প্রযোজনায় বিশিষ্ট অভিনেতা জন অশোক বাড়ৈ এর পরিচালনায় কুষ্ঠ বিষয়ক পথ নাটক “আকাশ কুসুম” নাটকে পাগল চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন তিনি । যা দুই শতাধিক মঞ্চস্থ হয়েছে। রাঙামাটির কাপ্তাই, বিলাইছড়ি, রাজস্থলী, কাউখালী উপজেলা এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া, রাউজান, বোয়ালখালি সহ দেশের বিভিন্ন অঞ্চলে গিয়েও যাত্রা ও অভিনয় করেছেন এই গুণী অভিনেতা।

অভিনেতা রনজিত মল্লিক অভিনয়ের শিক্ষা জীবনে প্রয়াত বিশিষ্ট অভিনেতা বিভূতী রঞ্জন বড়ুয়া, শেখ মতিউর রহমান, আপ্রুসী কারবারী, জন অশোক বাড়ৈ, গোপাল ব্যানার্জী সহ অনেক গুণী পরিচালকের সাথে কাজ করেছেন।

অভিনয়ের পাশাপাশি রনজিত মল্লিক কাপ্তাই চন্দ্রঘোনার কর্ণফুলী পেপার মিলস হাসপাতালে দীর্ঘদিন চাকুরি করেছেন। তিনি গত ২০১৫ সালে প্রতিষ্ঠানটি থেকে অবসরে যান। অভিনেতা রনজিত মল্লিক অভিনয়ের সাথে সাথে একজন পাল্টা কীর্ত্তনীয়া ও সংগীতশিল্পী হিসেবেও জনপ্রিয়তা আছে।

এছাড়া তিনি নিজেও বেশ কয়েকটি যাত্রায় পরিচালকের ভূমিকা পালন করেছেন বলে জানান। অভিনেতা রনজিত মল্লিক অভিনয়ে স্বীকৃতি স্বরূপ কাপ্তাই শিল্পকলা একাডেমি সম্মাননা, কেপিএম ম্যানেজমেন্ট থেকেও সংবর্ধনা পেয়েছেন।

কেমন কাটছে এই অভিনেতার বর্তমান জীবন এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, একসময় অভিনয় করে জীবনে প্রথম তিনি ৫ টাকা সম্মানী পেয়েছিলেন। এরপর থেকে নামমাত্র সম্মানী কিংবা সম্মানী ছাড়াও ভালবেসে তিনি সারাজীবন অভিনয় করে গেছেন বলে জানান। টাকার জন্য নয়, বরং ভালবেসে অভিনয়কে আকঁঁড়ে ধরেছেন বলে জানান।

বর্তমান সময়ে নাটক করে শিল্পীরা অনেক টাকা আয় করলেও তারা এমন সুযোগটা পায়নি বলে জানান। তবুও ভালবেসে, কোনরকমে অভিনয়কে ধরে রেখেছিলেন। অভিনয় ছিলো একমাত্র তাঁর ভালবাসা। এদিকে বর্তমানে দুর্বীষহ জীবন কাটছে তাঁর। বার্ধক্য জনিত সমস্যার কারনে তিনি চলাফেরা করতে এবং স্পষ্টভাবে কথা বলতে পারেন না। তিনি কান্নাজড়িত কন্ঠে বলেন, যদি সুস্থ থাকি, তাহলে মৃত্যুর আগে আর একটি বার মঞ্চে অভিনয় করবো।

ভবিষ্যৎ এ যেন সকলের ভালবাসা ও আর্শীবাদ নিয়ে বাকী জীবনটা পার করতে পারেন সেই আশা রাখেন তিনি।

অভিনেতা রনজিৎ মল্লিক এর পুত্র বাউল শিল্পী বসুদেব মল্লিক জানান, আমার বাবা আমাদের আদর্শ। বাবার হাত ধরে আমরা গান বাজনা শিখেছি।

কাপ্তাইযের এই সময়ের জনপ্রিয় অভিনেতা ও পরিচালক এবং কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির নাটক বিভাগের প্রধান আনিছুর রহমান জানান, অভিনেতা রনজিৎ মল্লিক হলো আমাদের প্রেরণার উৎস। তাঁদের দেখা পথ ধরেই আমরা এগিয়ে যাচ্ছি। তিনি রাজার চরিত্রে অনবদ্য অভিনয় করতেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা / ‘বিএনপি-জামাতের ষড়যন্ত্র রুখে দিয়ে নৌকাকে জয়ী করতে হবে’

খাগড়াছড়ির পাবলিক হেলথে সহকারীকে ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী করতে জেলা পরিষদের তোড়জোড়

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে বাঘাইছড়ি পৌরসভা

চিৎমরমে কাপ্তাই তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক

জেএসএসের বিরুদ্ধে কাপ্তাইয়ের চিৎমরমে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

কাউখালীতে আন্তর্জাতিক যুব দিবস পালন

বাঘাইছড়িতে মৎস্য সপ্তাহের সংবাদ সম্মেলন

সন্ত্রাসীর আগুনে পোড়া সিএনজির দাবীতে নতুন সিএনজি জব্দ করল নেতারা

দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয় / কোচিংয়ের নামে টাকা আদায়

মানিকছড়িতে প্রান্তিক কৃষকরা পেলেন কৃষি উপকরণ, বীজ, সার ও চারা

%d bloggers like this: