নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
বৌদ্ধদের পবিত্র মাঘী পুর্নিমা দিনটি উপলক্ষে রাঙামাটি শহরের সংঘারাম বিহারে পঞ্চশীল প্রার্থনা, সংঘ দান, অষ্ট পরিষ্কার, বুদ্ধমুর্তি দান অনুষ্ঠিত হয়েছে। সকালে বুদ্ধ পতাকা উত্তোলন এবং বুদ্ধ পজার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করা হয়। পুন্যার্থীরা নানা দানীয় সামগ্রী নিয়ে বিহারে হাজির হন। বিহারে এসে প্রদীপ প্রজ্জলন এবং বুদ্ধের নিকট প্রার্থণা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। অনুষ্ঠানে পার্বত্য ভিক্ষু সংঘের দ্বিতীয়ার সভাপতি নির্বাচিত হওয়ায় সংঘারাম বিহারের অধ্যক্ষ শ্রদ্ধালংকার মহাথেরকে সংবর্ধনা এবং গুণীজন হিসেবে জেলা পরিষদ চেয়ারম্যানকে সংবর্ধনা দেওয়া হয়। সংঘারাম বিহার ছাড়াও রাঙামাটির বিভিন্ন বৌদ্ধ বিহারে মাঘী পুর্ণিমা পালন করা হয়।
মাঘী পূর্ণিমার বিশেষত্ব হলো এই, গৌতম বুদ্ধ এই দিনে তাঁর পরিনির্বাণ ( মৃত্যূ)-র কথা ঘোষণা করেছিলেন। তিনি তাঁর অনুসারীদের জানিয়েছিলেন, তাঁর বিদায়ের দিন ঘনিয়ে আসছে। কাজেই তাঁর দেশিত ধর্ম সম্পর্কে কারোর কোন কিছু জানার বাকী আছে কি না জানতে চেয়েছিলেন।