রবিবার, মার্চ ২৬News That Matters

বান্দরবানে স্বামী হত্যার অপরাধে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

শেয়ার করুন:

বান্দরবানে স্বামী হত্যার দায়ে হাসিনা বেগম (৫৬) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ডর আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ ফজলে এলাহী ভূইয়া এ আদেশ প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত হলেন- হাসিনা বেগম (৫৬)। সে লামা উপজেলার রুপসী পাড়া এলাকার বাসিন্দা। তিনি নিহত মো. কুরবান আলী স্ত্রী ছিলেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী এডভোকেট মো.ইকবাল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, কুরবান আলী লামার রুপসী পাড়া শশুর বাড়িতে বেড়াতে যান। সেইখানে গরু চোর অপবাদে স্থানীয় সাইফুল, রবিউল,জব্বার ও সিরাজ নামে তিন ব্যাক্তি তাকে গরু চোর বলে মারধর চেষ্টা করে

১৯৯৩ সালের ২৭ মার্চ রাতে পূর্বের প্রেমিকের সহায়তায় হাসিনা বেগম তার স্বামী  কোরবান আলীকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের চাচাত ভাই এরশাদ মিঞা মমতাজ বাদী হয়ে হাসিনা বেগম ও সাইফুলের বিরুদ্ধে লামা থানায় হত্যা মামলার অভিযোগ করেন।

দীর্ঘ ৩০ বছর পর এই হত্যা মামলায় স্বাক্ষ্য প্রমাণে অভিযুক্ত হাসিনা বেগমকে তার স্বামী কোরবান আলীকে হত্যাকান্ডে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত হাসিনা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড আদেশ দেন।

এই ঘটনায় আসামী সাইফুল ইসলাম জড়িত থাকার প্রমান না পাওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করেন।
………………………………………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *