পাহাড়ে নারী উদ্যোক্তাদের সাবলম্বী এবং কর্ম দক্ষতা উন্নয়নের জন্য পার্বত্য চট্টগ্রামে কর্মসূচি হাতে নিয়েছে ব্রাক ব্যাংক ও এসএমই ফাউন্ডেশন।
এ কর্মসূচির আওতায় রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি জেলা থেকে ১০০ জন সম্ভাবনাময় নারী উদ্যোক্তা নিয়ে ব্যবস্থাপনা ও ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
সোমবার বিকালে রাঙামাটি পর্যটন মোটেলের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এ কথা জানায় ব্রাক ও এসএমই ফাউন্ডেশন।
এ প্রশিক্ষণের মাধ্যমে পাহাড়ের নারী উদ্যোক্তারা ব্যাংক থেকে ঋণ প্রাপ্তির আবেদন পদ্ধতি, ব্যবসাকে দীর্ঘমেয়াদী টেকসই করা, অর্থ ব্যবস্থাপনায় দক্ষতা অর্জনের পাশাপাশি তাদের ব্যবসাকে জেলার বাইরে সম্প্রারণ করতে পারবে।
ব্রাক ব্যাংক ও এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তা বলেন, মঙ্গলবার (২১ মার্চ) রাঙামাটিতে ১০০ জন নারী উদ্যোক্তা নিয়ে একদিনের ওরিয়েন্টেশন কর্মশালা হবে। এরপর ধারাবাহিকভাবে সম্প্রসারণ করা হবে।
ব্রাক ব্যাংক নারী উদ্যোক্তাদের জামানত বিহীন এবং দ্রুত ঋণ প্রদানের ব্যবস্থা করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্রাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন, সহকারী মহা ব্যবস্থাপক মুহাম্মদ মাসুদুর রহমান, এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মো মাসুদুর রহমান, ব্রাক ব্যাংকের কমিনিকেশন অফিসার ইকরাম কবির, নারী উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা খাদিজা মরিয়ম।