রাঙামাটির কাপ্তাইয়ের ৩ নং চিৎমরম ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মঙ্গলবার (৯ মে) বেলা সাড়ে ১২ টায় ও শিশু নির্যাতন এবং বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
এসময় তিনি বলেন, অল্প বয়সে বাল্য বিবাহ দেওয়া একজন কন্যার শিশুর স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। অল্পসময়ে ছেলে মেয়ের বিবাহ হলে শারীরিক সমস্যার পাশাপাশি পারিবারিক সমস্যা দেখা দেয়। তাই সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের এই বিষয়ে এগিয়ে আসতে হবে।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে এর সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমার সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, চন্দ্রঘোনা থানার ওসি ( তদন্ত) মো: ইসতিয়াক, চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী।
সভায় স্থানীয় হেডম্যান, কার্বারী, জনপ্রতিনিধি, এনজিও কর্মী, পাড়া কর্মী এবং গন্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।