দূর্ণীতি সমূলে উচ্ছেদ করা না গেলে এই দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে পরিনত করা যাবে না। সংবাদপত্র যেহেতু রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব রাষ্ট্রের। সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। একইসাথে ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করতে হবে।
জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকান্ডের দ্রুত বিচার দাবীতে মানববন্ধন কর্মসূচিতে এসব দাবি তুলেছেন রাঙামাটিতে কর্মরত সাংবাদিকরা।
আজ সকাল এগারোটায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, দৈনিক গিরিদর্পন সম্পাদক মকছুদ আহমদ, জেল রোভার স্কাউটের সাধারণ সম্পাদক নুরুল আবসার, সুজনের সাধারণ সম্পাদক এম জিসান বখতেয়ারসহ আরো অনেকে।
এসময় বক্তারা সাংবাদিক নাদিম হত্যার সাথে জরিত গ্রেফতারকৃতদের দ্রুত বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।