রবিবার, মার্চ ২৬News That Matters

স্ব স্ব মাতৃভাষায় শিক্ষা ব্যবস্থা চালুর দাবীতে মানববন্ধন

শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সুনিশ্চিত করা, দক্ষ শিক্ষক নিয়োগ দিয়ে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত আদিবাসীদের স্ব স্ব মাতৃভাষায় শিক্ষা ব্যবস্থা চালু করার দাবীতে রাঙামাটিতে মানববন্ধন করেছে পাহাড়ি ছাত্র পরিষদ।

শনিবার সকালে রাঙামাটি সরকারি কলেজের সামনে রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কে এ মানববন্ধন আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকার পার্বত্য চট্টগ্রামে ১৪ টি আদিবাসী জাতিগোষ্ঠীর মধ্যে শুধুমাত্র চাকমা, মারমা, ত্রিপুরা জনগোষ্ঠীদের মাতৃভাষার বই ছাপিয়েছে কিন্তু এগুলো পড়ানোর জন্য দক্ষ শিক্ষক নিয়োগের কোন ব্যবস্থা করেনি। যার কারণে সরকারের এ উদ্যোগ চাকমা মারমা ত্রিপুরা শিশুদের কাজে আসছে না।

অন্যদিকে বাকী ১১ টি আদিবাসী শিশুদের জন্য মাতৃভাষার শিক্ষা ব্যবস্থা করার কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি।
পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি কলেজ শাখার সভাপতি সুমন চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, পিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন মারমা, যুব সমিতির রাঙামাটি সহ সাংগঠনিক সম্পাদক সাগর ত্রিপুরা,
হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শান্তি দেবী তঞ্চঙ্গ্যা,
পিসিপি রাঙামাটি জেলা শাখার সহ সভাপতি জিকো চাকমা, পিসিপি রাঙামাটি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক সুনীতি বিকাশ চাকমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *