রাঙামাটিতে ফাঁসি দেয়া বাস চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার ভোর রাতে শহরের শান্তি নগর বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম স্বপন বড়ুয়া (৩৭)।
স্বপনের স্ত্রী হিরা বালা বলেন, গত দুই দিন ধরে ঘরে আসেনি তার স্বামী। গাড়ির কাজ করাবে বলে ঘর থেকে বাহির হয়ে গেছে। তার মধ্যে বুধবার সকালে এ ঘটনা ঘটে। তবে আমাদের মধ্যে ঝগড়া বিবেধ বাঁধেনি। তবে পারিবারে মধ্যে অভাব অনটন ছিল নিত্যদিনের সঙ্গী। দুই সংসারে ৬ জন ছেলে রয়েছে তার।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানানয়, স্বপন বড়ুয়া রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বাস চালক ছিলেন। তার মদ খাবার নেশা ছিল প্রচুর। প্রায় সময় মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকতে দেখা গেছে। সবার ধারনা পারিবারিক কলহের জের ধরে স্বপন ফাঁস নিয়েছে। স্বপনের দুই সংসারে মোট ৬ ছেলে রয়েছে। প্রথম সংসারে ৪ ছেলে এবং দ্বিতীয় সংসারে ২ ছেলে।
রাঙামাটি বাস মিনি বাস শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মোঃ ইউছুফ জানান, আরেক ঘরের ৪ সন্তান নিয়ে হিরা বালাকে বিয়ে করেছে স্বপন। স্বপনের ঘরে এসে আরো ২ ছেলে সন্তান জন্ম দেয় হিরা বালা। স্বপন ছিলেন বড়ুয়া কিন্তু তার স্ত্রী হলো হিন্দু। স্বপন বড়ুয়া মদ পান করতেন। তবে কেন কি জন্য আত্মহত্যার পথ বেছে নিল তা আমাদের জানা নাই।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন জানান, নিহত স্বপন বড়িয়া ফাঁসি খেয়ে মৃত্যু বরণ করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। জানা গেছে, নিহত স্বপনের বাড়ি রাঙামাটি শহরের দেবাশীষনগর। মৃত অশোক কুমার বড়ুয়ার ছেলে স্বপন বড়ুয়া।