খাগড়াছড়ি পানছড়িতে চার ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদে রাঙামাটিতে লাঠি মিছিল ও বিক্ষোভ সমাবেশ ইউপিডিএফ সমর্থিত তিন সংগঠন।
শুক্রবার দুপুরে রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গনতান্ত্রিক যুব ফোরাম লাঠি মিছিলটি কুতুকছড়ি বাজার প্রদক্ষিণ করে এবং পরে বড় মহাপূরম উচ্চ বিদ্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা, যদি ইউপিডিএফ সংগঠক মাইকেল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের নারী নেত্রী কল্পনা চাকমা অপহরণ ঘটনার উদঘাটন হতো, পাহাড়ের গুম-খুনের বিচার হতো, তাহলে পানছড়িতেও এমন খুনের ঘটনা ঘটতো না। যারা বিপুল,সুনীল, লিটন, রুহিনদের হত্যা করেছে তাদের দ্রুত শান্তির দাবি জানান বক্তারা।
এসময় সমাবেশে উপস্থিত ছিলেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র (ইউপিডিএফ প্রসীত গ্রুপের) পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক নিকন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা কমিটির সভাপতি তনুময় মারমা, সাধারণ সম্পাদক রিপন আলো চাকমা, জেলা কমিটির নারী সংঘের সভাপতি রিনিসা চাকমা, হিল উইমেন্স ফেডারেশন এর সাধারণ সম্পাদক নিশি চাকমা প্রমুখ।