শনিবার, মার্চ ২৫News That Matters

কাউখালীতে পুষ্টি কর্ম পরিকল্পনা বিষয়ক কর্মশালা

শেয়ার করুন:

 

মোঃ ওমর ফারুক, কাউখালী প্রতিনিধি।

রাঙামাটির কাউখালী উপজেলা পুষ্টি সমম্বয় কমিটির বাষিক কর্ম পরিকল্পনা পর্যালোচনা বিষয়ক দিন ব্যাপি কর্ম শালা আজ বুধবার  উপজেলা স্বাস্থ্য বিভাগের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সুইমি প্রু রোয়াজা। প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান  নিংবাইউ মারমা। 

বিশেষ অতিথি ছিলেন  কাউখালী উপজেলা কৃষি অফিসার  মোঃ ছামিউল আলম, মেডিকেল অফিসার  ডাঃ ইফতেখারুল আলম ফরহাদ, উপজেলা সমাজ সেবা অফিসার  মোঃ শাহাবুদ্দিন  হোসাইন।

এ সময় অন্যানের মধ্যে অংশ গ্রহন করেন  পুষ্টি সমম্বয় কমিটির  সদস্য পোয়াপারা উচ্চ বিদ্যাল প্রধানশিক্কক করুনাময় চাকমা, কাউখালী উপজেলা প্রেস ক্লাব সভাপতি মোঃ আরিফুল হক মাহবুব, সহ- সভাপতি মোঃ ওমর ফারুক, উপজেলা ইনস্ট্রাক্টর মোঃ গিয়াস উদ্দিন।

এছাড়া উপস্থিত ছিলেন ঘাগড়া ইউপি চেয়ারম্যান প্রতিনিধি মেম্বার মোঃ মুনিরুল ইসলাম, উপজেলা  মহিলা বিষয়ক অফিসার  নীতা চাকমা, উপজেলা  জণস্বাস্থ্য প্রকৌশলী ঝিনি চাকমা, উপজেলা  মৎস্য বিভাগের প্রতি নিধি  প্রদিপ কুমার দাস, লীন এনজিও  উপজেলা  ফ্যাসিলেটর জ্ঞান বিকাশ চাকমা, ফ্যাসিলেটর নন্দন দেবনাথ, ভলান্টিয়ার যমুনা চাকমা সহ উপজেলা পুষ্টি সমম্বয় কমিটির সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *