বৃহস্পতিবার , ২৮ ডিসেম্বর ২০২৩ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বাঘাইছড়ি উপজেলায় আস্থা প্রকল্পের ইয়ুথ গ্রুপের সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
বাঘাইছড়ি প্রতিনিধি, রাঙামাটি।
ডিসেম্বর ২৮, ২০২৩ ৪:৩৩ অপরাহ্ণ

বাঘাইছড়ি উপজেলায় আস্থা প্রকল্পের ইয়ুথগ্রুপ সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রকল্পের জেলা সমন্বয়ক জনাব বিপ্লব চাকমা।

তারা আস্থা প্রকল্পের। সুইস এম্বেসি, বাংলাদেশ-এর অর্থায়নে আস্থা প্রকল্পটি স্থানীয় উন্নয়ন সহযোগি সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস রাঙামাটি পার্বত্য জেলার দশটি উপজেলায় বাস্তবায়ন করছে।

প্রকল্পটি অক্টোবর ২০২৩ থেকে শুরু হয়ে মার্চ ২০২৩ নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে।

প্রকল্পের ফিল্ড অফিসার জনাব রবীন চন্দ্র চাকমা স্বাগত বক্তব্যে বলেন,“আস্থা প্রকল্পের মূল উদ্দেশ্য যুব ক্ষমতায়ন।

এ প্রকল্পের মাধ্যমে তৃণমূল পর্যায়ে একটি সহনশীল সমাজ নির্মাণে যুবাদের ভূমিকা রাখা, বয়স্কদের সাথে যুবদের সংযোগ ঘটিয়ে যুব নেতৃত্বের বিকাশ ঘটানো ও গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২০১৭ সালের যুবনীতির আলোকে যুবাদের দেশের সামগ্রিক উন্নয়নের মূল ধারায় নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করা হবে।”
জেলা প্রকল্প সমন্বয়ক জনাব বিপ্লব চাকমা বলেন,“ আমরা গতকাল ২৬ ডিসেম্বর ২০২৩ আপনাদেরকে নিয়ে আস্থা প্রকল্পের ইয়ুথগ্রুপ গঠন করেছি।

আপনারা নিশ্চয় আস্থা প্রকল্পের কাজগুলো কি এবং প্রকল্পে আপনাদের ভুমিকা সম্পর্কে জেনেছেন। আস্থা প্রকল্পের মাধ্যমে আপনাদেরকে নিয়ে আমরা একটি সহনশীল, পারস্পরিক আস্থা নির্ভর সমাজ ও রাষ্ট্রের স্বপ্ন দেখছি। আপনারা একটি সহনশীল সমাজ গঠনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রকল্পের সাথে যুক্ত হয়ে কাজ করে যাবেন।”
সভার প্রধান অতিথি বাঘাইছড়ি উপজেলার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার প্রতিনিধি জনাব রফিকুল ইসলাম বলেন,“ আস্থা প্রকল্পের কাজগুলো সম্পূর্ণ স্বেচ্ছাসেবাধর্মী কাজ।

গতকাল ইয়ুথগ্রুপ গঠন সভায় আমি যা জানতে পেরেছি তা হলো আপনাদের ইউনিয়ন পর্যায়ে উঠান বৈঠক করতে হবে।

আজ আপনারা কিভাবে তা করতে হয় হাতে কলমে জানতে পারবেন। কিছু বুঝতে সমস্যা হলে ফেসিলিটেটরদের কাছ থেকে ভাল করে জনে নিবেন। সর্বোপরি এই কাজগুলো আপনাদের নিজেদের কাজ মনে করবেন।

কারণ আমরা সবাই চাই একটি সহনশীল সমাজ, একটা সুন্দর পৃথিবী। এ সুন্দর সমাজ বা বিশ্ব বিনির্মাণের মত মহৎ কাজ আপনারা করবেন।”

সর্বশেষ - আইন ও অপরাধ

%d bloggers like this: