মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচর
পবিত্র মাহে রমজান মাসকে সমনে রেখে
রাঙামাটির নানিয়ারচরে টিসিবি পণ্য বিক্রির বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে এই উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এ আলোচনা সভার আয়োজন হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ-ফজলুর রহমান।
এ সময় নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের প্রতিনিধি ও সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, রমজান উপলক্ষে উপজেলার চার ইউনিয়নে মোট ২,৯৫৬ টি পরিবারের মাঝে টিসিবি পণ্য ক্রয় করতে পারবে।