রাঙামাটিতে সড়ক অবরোধ করে ঘন্টা ব্যাপী হিন্দু সম্প্রদায়ের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১১টা হতে ১২টা পর্যন্ত শহরের প্রধান সড়ক অবরোধ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে জেলার হিন্দু সম্প্রদায়ের মানুষ। সারা দেশের চলমান পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশ করে হিন্দু সম্প্রদায়ের লোকজন।
সাধারণ মানুষ প্রত্যক্ষদর্শীরা জানান, চলমান পরিস্থিতিতে যদি কেউ সুযোগ নিয়ে বাড়িঘর ভাংচুর করে তাহলে দেশের প্রচলিত আইনে দোষীদের শাস্তি হবে। কিন্তু ভাংচুরের নামে রাজপথ দখল করে ও মানুষকে কষ্ট দিয়ে প্রতিবাদ সমাবেশ করা ঠিক না। ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে দেশের নিরীহ মানুষকে কষ্ট দিয়ে সমাবেশ করা কতটুকু ন্যায়ের কাজ হয়েছে তার বিচার জাতিই করবেন।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ এবং কিশোর কিশোরীরা অংশ গ্রহন করে। সারা দেশে হিন্দুদের উপর আক্রমন কেন তার বিচার চাই।