বুধবার সকালে রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে সনাতন ধর্মাবলম্বীর বিভিন্ন নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) মহোদয়।
মতবিনিময় সভায় সনাতন ধর্মাবলম্বীর বিভিন্ন উপাসনালয় সহ তাদের নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়। এসময় পুলিশ সুপার রাঙামাটিমাটি পার্বত্য জেলার সম্মানিত নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকল্পে রাঙামাটিমাটি জেলা পুলিশ বদ্ধপরিকর মর্মে প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মারুফ আহমেদ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহম্মদ শাহ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু, বিপিএম-পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মুঃ সাইফুল ইসলাম এবং সনাতন ধর্মাবলম্বীর বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।