গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতের কারনে রাঙামাটি জেলার ৪ উপজেলায় পানি উঠেছে। কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় জেলার বাঘাইছড়ি, লংগদু, বরকল ও কাপ্তাই উপজেলার বেশির ভাগ এলাকায় পানি উঠেছে। পানি বন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। প্রতিদিনই কাপ্তাই হ্রদের পানি ছেড়ে দেওয়া হচ্ছে তার পরও মানুষের বাড়ি-ঘরে পানি উঠেছে।
খোঁজ খবর নিয়ে জানা গেছে, জেলার বাঘাইছড়ি, কাপ্তাই, লংগদু ও বরকল উপজেলার বেশীর ভাগ এলাকায় পানি উঠে ঘর-বাড়ি তলিয়ে গেছে। কেউ কেউ বাড়ি-ঘর ফেলে দিয়ে অন্যত্রে গিয়ে আশ্রয় নিয়েছেন। বাড়ি-ঘরে পানি উঠার কারনে গরু, ছাগল, হাস, মুরগি ও রোগিসহ বৃদ্ধ শিশু নিয়ে নিদারুণ কষ্টে পড়েছে তারা।
এদিকে এই ৪ উপজেলার প্রায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠেছে। যার কারনে বিদ্যালয় যেতে পারছে না শিক্ষার্থীরা। লংগদু, বাঘাইছড়ি, কাপ্তাই ও বরকল নিম্নাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্যার পানির কারনে বন্ধ করে দিতে হয়েছে। আবার অনেক শিক্ষা প্রতিষ্ঠানে একহাটু পানি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে শিক্ষার্থীরা।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য মতে লংগদু উপজেলা বন্যায়-আশ্রয় নিয়েছে- ঝর্ণাটিলা প্রাঃ বিঃ বিদ্যালয়, ফোরেরমুখ সঃ প্রাঃ বিঃ, ভাইবোনছড়া সঃ প্রাঃ বিঃ, বগাচতর সঃ প্রাঃ বিঃ, মাইনীমুখ সঃ প্রাঃ বিঃ, মোহাম্মদপুর সঃ প্রাঃ বিঃ, দক্ষিণ রহমতপুর সঃ প্রাঃ বিঃ,ঠেকাপাড়া সঃ প্রাঃ বিঃ, চাইল্যাতলী সঃ প্রাঃ বিঃ, গুলশাখালী মডেল সঃ প্রাঃ বিঃ, ভাসান্যাদম সঃ প্রাঃ বিঃ, ঘনমোড় সঃ প্রাঃ বিঃ, ইসলামপুর সঃ প্রাঃ বিঃ, রাজনগর সঃ প্রাঃ বিঃ, উল্টাছড়ি ২সঃ প্রাঃ বিঃ, হোসেনপুর সঃ প্রাঃ বিদ্যালয়।
ক্রমাগত লেকের পানিবৃদ্ধি পাওয়ায় রাস্তা ও চারপাশ ডুবে যাওয়ায় শিক্ষার্থী আসতে পারছে না এমন বিদ্যালয়- মোহাম্মদপুর সঃ প্রাঃ বিঃ, সোনারগাঁও সঃ প্রাঃ বিঃ, ভাসান্যাদম সঃ প্রাঃ বিঃ, মাইনী জারুল বাগান সঃ প্রাঃ বিঃ, ঘনমোড় সঃ প্রাঃ বিদ্যালয়। জুরাছড়িতে বন্যায় আশ্রয়ন্দ্রে হিসেবে ব্যবহৃত হচ্ছে ১টি বিদ্যালয় যেমন-ভূবনজয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাঘাইছড়ি আশ্রয় কেন্দ্র হিসেবে শ্রেণি কার্যক্রম স্থগিত- কিশলয় সঃ প্রাঃ বিদ্যালয়।