রবিবার, মার্চ ২৬News That Matters

জুরাছড়িতে নারী দিবস পালিত

শেয়ার করুন:

সুমন্ত চাকমা, জুরাছড়ি।

টেকসই আগামীর জন্য জেন্ডার সমতায় আজ অগ্রগণ্য” প্রতিপাদ্যকে সামনে রেখে জুরাছড়ি উপজেলায় বিশ্ব নারী দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (৮মার্চ) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  জিতেন্দ্র কুমার নাথ সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা।

বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজম উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সুরেশ কুমার চাকমা বলেন, বর্তমান বিশ্বে নারী আজ অনেক দুর এগিয়ে গেছে। পার্বত্য এলাকার নারীরা এখন জাতীয় দলে বিভিন্ন খেলায় অংশগ্রহণে দেশের গৌরব অর্জন করছে।

সভাপতির বক্তব্যে ইউএনও জিতেন্দ্র কুমার নাথ বলেন, বর্তমান সরকার নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

এ সময় বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সাহরিন আনোয়ার, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *