সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকদ্রব্যের বিরুদ্ধে সকলের সোচ্চার হতে আহ্বান জানিয়েছেন জুরাছড়ি জোন কমান্ডার লেঃ কর্নেল রাশেদ হাসান সেজান এসপিপি, পিএসসি।
সোমবার (০৩ ফেব্রুয়ারী) রাঙামাটি জুরাছড়ি বনযোগীছড়া অদ্বিতীয় দুই সেনা বাহিনীর জোন সদরদপ্তরে অনুষ্ঠিত হেডম্যান কারবারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার এ আহ্বান জানান। সম্মেলন শুরুতে নবাগত জোন কমান্ডার লেঃ কর্নেল রাশেদ হাসান সেজান এসপিপি, পিএসসিকে বিভিন্ন মৌজার হেডম্যান ও কার্ব্বারীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সম্মেলনে জোনাল স্টাফ অফিসার মেজর মুশফাক আমিন চৌধুরী পিএসসির ধারা সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সুজিত দেওয়ান, কাব্বারী রনজিৎ তঞ্চঙ্গ্যা, হেডম্যান মায়া নন্দ দেওয়ান, করুনা ময় চাকমা, হেডম্যান সাধনা নন্দ চাকমা প্রমূখ।
এ সময় জোন অধিনায়ক আরো বলেন, বাংলাদেশ সেনা বাহিনী শান্তি সম্প্রীতি উন্নয়ন বজায় রেখে সব সময় শিক্ষা, চিকিৎসা ও এলকায় বেকার যুবক ও অসহায়দের কর্মস্থানের ব্যবস্থার সহায়তাসহ বিভিন্ন উন্নয়নে সার্বিক সহায়তা প্রদান করে যাচ্ছে। তিনি আরো বলেন, এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সাধারণ জনগণের জন্য স্থাপিত বাজার ও যাতায়াত ব্যবস্থা যাতর কারো জন্য ব্যাহত না হয় সে ব্যাপারে সকলে পারর্শপরিক সহায়তা প্রদানের আহ্বান জানান।
এ সময় বনযোগীছড়া মৌজার প্রবীন হেডম্যান করুনা ময় চাকমা ও জারুলছড়ি মৌজা হেডম্যান সাধনা নন্দ চাকমা সেনা বাহিনীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বিক সহযোগিতার পাশাপাশি জনস্বার্থে সার্বিক সহযোগিতার কার্যক্রমের প্রশংসা জানিয়ে আগামীতে এই ধারা অবহ্যত রাখার অনুরোধ জানানো হয়।
রাঙামাটি জেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সুজিত দেওয়ান বলেন, পাহাড়ে ঐতিহ্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় হেডম্যান, কাব্বারীরা নিবেদিত ভাবে সরকারকে সহযোগিতা দিয়ে যাচ্ছে। কিন্তু কোন সরকার হেডম্যান, কাব্বারীদের ভাতা উন্নয়ন উদ্যোগে গ্রহন করেনি। দেশের বিরাজমান দ্রব্যমূল্যের বৃদ্ধি বিবেচনা করে বর্তমান অন্তর্বতীকালীন সরকার প্রদানের কাছে ভাতা বৃদ্ধির জন্য জোন কমন্ডারের মাধ্যমে আবেদন জানান। তিনি আরো বলেন, পার্বত্য অঞ্চলের প্রকৃতিক ভারসাম্য রক্ষায় অবৈধ ভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলন বন্ধে প্রসাশনের সুদৃষ্টি কামনা করেন।
সম্মেলনে মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমাসহ বিভিন্ন মৌজার হেডম্যান, কাব্বারীগণ উপস্থিত ছিলেন।
এদিকে সকাল থেকে জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোসাদ্দেকের নেতৃত্বে ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প পরিচালনা করা হয়।