রাঙামাটির কাপ্তাই বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে স্কুল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন। এসময় তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি সহ শিক্ষা কার্যক্রম শিশুদেরকে মননশীল গঠনে সহায়তা করে।
উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর জিন্নাতুন নাহার, সহকারী শিক্ষা অফিসার আঁখি তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক জগদীশ দাশ।
এর আগে এদিন সকাল ১০ টায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো: একরাম হোসেন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন।