মাহে রমাদানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের দাম সহণীয় পর্যায়ে রাখার দাবিতে রাঙামাটি পৌর জামায়াতের উদ্যোগে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে জেলা শহরের বনরূপাস্থ বিএম শপিং মলের সামনে হতে একটি বিক্ষোভ র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির আব্দুল আলিম বলেন, রমজানের পবিত্রতা রক্ষা করতে ব্যবসায়িদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি না করতে অনুরোধ জানান। বাজারের মূল্য নিয়ন্ত্রণে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
জেলা আমির ব্যবসায়িদের উদ্দেশ্যে করে বলেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক ব্যবসা করলে মহান আল্লাহ আপনাদের বরকত দান করবেন। তিনি এসময় রোজার পরিবতা রক্ষায় দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ গুলো বন্ধ রাখার জন্য মালিকদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে প্রশাসনকে ব্যবস্থা নিতে অনুরোধ জানান।
রাঙামাটি পৌর জামায়াতের সভাপতি মোঃ মাইনুদ্দীনের সভাপতিত্বে এবং সেক্রেটারী হাফেজ আবুল বশরের সঞ্চালনায় এসময় জেলা ছাত্র শিবিরের সেক্রেটারী মোঃ রবিউল ইসলাম বক্তব্য রাখেন।
এসময় জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ মনছুরুল হক, পৌর জামায়াতের সহ সেক্রেটারী এ্যাডভোকেট মো. রহমত উল্লাহ এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা কমিটির সেক্রেটারী এ্যাডভোকেট জিল্লুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এর আগে সংগঠনটির নেতৃবৃন্দরা মাহে রহমানকে স্বাগত জানিয়ে বনরূপা এলাকা থেকে একটি র্যালী বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।