মারমা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব মহা সাংগ্রাঁই জল উৎসবকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন এর নারানগিরি বড় পাড়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ উঃ নাগাওয়াইসা মহাথেরোর সার্বিক সহযোগিতায় এবং নারানগিরি বড় পাড়া সইং ও এয়ইং দল এবং এলাকাবাসী উদ্যোগে প্রায় ৫ হাজার পথচারীদেরকে শরবত খাওয়ালেন শতাধিক মারমা তরুণ তরুণীরা।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৮ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে আসা- যাওয়া পথচারীদেরকে এই শরবত খাওয়া হয়েছে। উল্ল্যেখ যে, এদিন মঙ্গলবার বাঙ্গালহালিয়া সাপ্তাহিক বাজার বারের দিন আশেপাশ সহ দূর দুরান্ত হতে হাজার হাজার ক্রেতা বিক্রেতার সমাগম ঘটে।
এই শরবত খাওয়ানো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাইঅংপ্রু মারমা কারবারি,উথোয়াইসি মারমা, ক্যসুইথোয়াই মারমা, থোয়াইসাউ মারমা, মংস্যুসাইন সহ ঐ পাড়ার শতাধিক যুবক -যুবতী।
এসময় পাড়ার কারবারি সাঅংপ্রু মারমা বলেন, আমরা ৫ হাজার পথচারীদেরকে শরবত খাওয়ানোর উদ্যোগে গ্ৰহন করেছি।
প্রসঙ্গত: মারমা জনগোষ্ঠীর অন্যতম প্রধান সামাজিক উৎসব সাংগ্রাঁই জল উৎসব আগামী ১৩ এপ্রিল হতে শুরু হয়ে পাহাড়ের বিভিন্ন এলাকায় প্রায় সপ্তাহব্যাপী চলবে।