বৃহস্পতিবার (১০ এপ্রিল) সারাদেশের মত রাঙ্গামাটির বিলাইছড়িতেও এসএসসি পরীক্ষা ২০২৫ সফলভাবে শুরু হয়েছে। সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র সূত্রে জানা যায়, এইবারে এই কেন্দ্রে নিয়মিত ২৩৩ জন ও অনিয়মিত ৮৬ জনসহ মোট ৩১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। তার মধ্যে বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২১৫ জন, ফারুয়া উচ্চ বিদ্যালয় থেকে ৮৩ জন এবং হাজার মানিক উচ্চ বিদ্যালয় থেকে ২১ জন পরিক্ষার্থী রয়েছে।
বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব নুরুল ইসলাম জানান, শুরুতে বাংলা ১ম পত্রের পরীক্ষায় নিয়মিত ২৩৩ জন সকল পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এবং পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে বলে জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কেন্দ্রের চেয়ারম্যান তানভীর হোসেন কেন্দ্র পরিদর্শনকালে বলেন, আমাদের বিলাইছড়ি উপজেলায় এসএসসি পরীক্ষার জন্য একটি মাত্র কেন্দ্র। আমাদের এই কেন্দ্রে মোট ৩১৯ জন পরীক্ষার্থী রয়েছে। সবাই সুশৃঙ্খভাবে সময়ের মধ্যে প্রবেশ করতে পেরেছে। আর আমাদের যাবতীয় যে আয়োজন ছিল, প্রশ্ন আনা থেকে বিতরণ সুন্দরভাবে হচ্ছে। এখানে এখনো কোন প্রকার সমস্যার তথ্য পাইনি। আর বাকী পরীক্ষাগুলোও সুশৃঙ্খলভাবে চলে যাবে এবং শেষ হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি।