রাঙামাটির লংগদু সদর হতে বাইট্টাপাড়া পর্যন্ত সড়ক নির্মাণ কাজের সময় যাত্রীবাহি দ্রুতগামী মোটর সাইকেলের ধাক্কায় এক শ্রমিক আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু বরণ করেন। এঘটনায় চালক সহ যাত্রীরা গুরতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টার দিকে লংগদু সদরে বাইট্টাপাড়া এলাকায় আহত হন নির্মাণ শ্রমিক খলিল রহমান (৪৫)। তিনি উপজেলার ইসলামাবাদ এলাকার ৫নং ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয় সুত্রে জানাযায়, সকালে অন্যান্য শ্রমিকের সাথে খলিল রহমানও কাজ করছিলেন। হঠাৎ স্থানীয় (ভাড়ায়) মটর বাইক চালক সুজনের যাত্রীবাহি গাড়িটি কাছাকাছি আসতে দেখে সরে যেতে চেয়েও গাড়ির ধাক্কায় সড়কে পড়ে গিয়ে মাথার পেছনে আঘাত পায়। দ্রুত তাকে এবং গাড়ি চলক সহ যাত্রীদের উদ্ধার করে লংগদু সদর হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক খলিল রহমানকে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করে এবং বাকিদের লংগদু সদর হাসপাতালে চিকিৎসা করা হয়।
এবিষয়ে লংগদু থানার ওসি তদন্ত সরজিৎ দে জানান, ঘটনাটি সকাল এগারোটার দিকে ঘটেছে। যিনি মারা গেছেন তিনি খাগড়াছড়ি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।