কক্সবাজারের ঈদগাঁও থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন যোগদান করেছেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি থানা কম্পাউন্ডে পৌছালে বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মো. মছিউর রহমানের নেতৃত্বে থানা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা তাকে স্বাগত জানান। পরে বিদায়ী ওসি নবাগত ওসিকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দায়ীত্ব হস্তান্তর করে আগামীর সফলতা কামনা করেন।
এসময় নবাগত ওসি উপস্থিত সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সহযোগিতা কামনা করে নতুন কর্মস্থলে বিদায়ী ওসির সফলতা কামনা করেন। উল্লেখ্য, নবাগত ওসি ইতিপূর্বে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অধীনে দুই দফা আফ্রিকার দেশ মালি ও কঙ্গোতে কর্মরত ছিলেন এবং সেখান থেকে ফিরে উক্ত থানায় পদায়ন হন। অপরদিকে বিদায়ী ওসি মোঃ: মছিউর রহমান শনিবার কক্সবাজার ডিবিতে যোগদান করছেন বলে নিশ্চিত করেছেন।