রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের হীরারচর ও কালাপাকুইজ্জ গাতাছড়া এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে সেনাবাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর লংগদু জোন। জোন কমান্ডার লে. কর্নেল মীর মোরশেদ (এসপিপি, পিএসসি’র) নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর রিফাত উদ্দিন লিওন ও ক্যাপ্টেন রাফিউল ইসলাম রাহাত।
অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা সিগারেট ফেলে পালিয়ে যায়। পরে আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে ৬৭০ প্যাকেট ভারতীয় ‘পেট্রোন’ সিগারেট উদ্ধার করা হয়। জব্দকৃত সিগারেটের বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
সেনা সূত্র জানায়, সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান রোধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।