সুনামগঞ্জ ছাতকের হাফিজ আব্দুস সালাম ও হাফিজ আব্দুল মুকিত তাহফিজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো হিফজুল কোরআন প্রতিযোগিতা-২৫’এর আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার ২৭ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে সুনামগঞ্জের ছাতক পৌরসভা শাহজালাল আবাসিক এলাকার শাহজালাল দারুসসুন্নাহ্ হাফিজিয়া মাদ্রাসায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ছাতক শাহজালাল দারুসসুন্নাহ্ হাফিজিয়া মাদ্রাসার পরিচালক হাফিজ মোঃ হেলাল আহমদ গনমাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাতক ও দোয়ারাবাজার উপজেলার সকল হেফজ শাখার ছাত্র/ছাত্রীদের দুইশত টাকা ফি মূল্যের ফরম পূরণ করে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এতে মোট ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে। একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিটি গ্রুপে প্রতিযোগী অংশগ্রহণের সুযোগ রয়েছে।
প্রতিযোগিতার গ্রুপ:
ক গ্রুপে: তাজবীদসহ ১ম-৫ম পারা হিফজ (অনূর্ধ্ব ১০ বছর, ছাত্র)
খ গ্রুপে: তাজবীদসহ ১ম-১০তম পারা হিফজ (অনূর্ধ্ব ১২ বছর, ছাত্র)
গ গ্রুপে: ১ম-১৫তম পারা হিফজ (অনূর্ধ্ব ১৫ বছর, ছাত্র)
ঘ গ্রুপে: ১ম-১০তম পারা হিফজ (অনূর্ধ্ব ১৫ বছর, ছাত্রী) বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
নিয়মাবলী:
ক. ২০০ টাকার বিনিময়ে ফরম পূরন করতে হবে। খ. যে কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করতে হবে। গ. আন্তজার্তিক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত কোন ছাত্র অংশগ্রহণ করতে পারবে না। ঘ. সম্মানিত বিচারকদের সিদ্ধান্ত চুড়ান্ত বলে গণ্য হবে। ঙ. প্রতিযোগী অবশ্যই ছাতক ও দোয়ারা উপজেলাধীন হতে হবে। এবং বিস্তারিত নিয়ম-কানুন ফরমের মধ্যে উল্লেখ আছে।
উপহার হিসেবে:
গ্রুপ-ক ছাত্র ১ম-৫ম পারা: প্রথম পুরস্কার বিজয়ীকে ৫ হাজার টাকা। দ্বিতীয় পুরস্কার বিজয়ীকে ৩ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার বিজয়ীকে ২ টাকা।
গ্রুপ-খ ছাত্র ১ম-১০ম পারা: প্রথম পুরস্কার বিজয়ীকে ৭ হাজার টাকা। দ্বিতীয় পুরস্কার বিজয়ীকে ৫ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার বিজয়ীকে ৩ হাজার টাকা।
গ্রুপ-গ ছাত্র ১ম-১৫তম পারা: প্রথম পুরস্কার বিজয়ীকে ১০ হাজার টাকা। দ্বিতীয় পুরস্কার বিজয়ীকে ৭ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার বিজয়ীকে ৫ হাজার টাকা।
গ্রুপ-ঘ ছাত্রী ১ম-১০ম পারা: প্রথম পুরস্কার বিজয়ীকে ৭ হাজার টাকা। দ্বিতীয় পুরস্কার বিজয়ীকে ৫ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার বিজয়ীকে ৩ হাজার টাকাসহ সনদপত্র প্রদান করা হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ছাতক শাহজালাল দারুসসুন্নাহ্ হাফিজিয়া মাদ্রাসা অফিসের মোবাইল নাম্বার (০১৭২১-০৪২৮৯৭) হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা যেতে পারে।