খাগড়াছড়ি সদরস্থ শ্রী শ্রী ভুবনেশ্বরী কালী মন্দির পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার, ২০৩ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।
আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১১টার দিকে তিনি এ পূজা মণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন সদর জোনের অধিনায়ক লে. কর্নেল খাদেমুল ইসলাম। মেজর কাজী মুস্তাফা আরফিন।
পূজা মণ্ডপে আগত অতিথিদের স্বাগত জানান পূজা উদযাপন কমিটির সভাপতি অসোক মজুমদার, সহ-সভাপতি সাধন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক শ্রী সুভাষ দাস, অর্থ সম্পাদক শ্রী শচীন দাশগুপ্তসহ পূজা উদযাপন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ পূজা উদযাপন উপলক্ষে আয়োজকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সর্বস্তরের মানুষের শান্তি ও মঙ্গল কামনা করেন।