রবিবার , ১২ অক্টোবর ২০২৫ | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

চন্দনাইশে ৭৭ হাজার শিশুকে টাইফয়েড টিকার আওতায় আনা হচ্ছে

প্রতিবেদক
মোহাম্মদ ওমরফারুক, চন্দনাইশ, চট্টগ্রাম
অক্টোবর ১২, ২০২৫ ৮:২৫ অপরাহ্ণ

সারা দেশের ন্যায় দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে শুরু হয়েছে জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি। কর্মসূচির আওতায় উপজেলার দুই পৌরসভা ও আট ইউনিয়নে ৭৭ হাজার ৩৫৬ জন শিশুকে বিনামূল্যে ইনজেকটেবল টিকা প্রদান করা হবে। রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমার সভাপতিত্বে প্রধান শিক্ষক সমীর কুমার দে’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ডা. দীপন দেবনাথ এমওডিসি, ডা. শিব্বির আহমদ প্রিন্স এমওসিএস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমিত ভট্টাচার্য, মাধ্যমিক অ্যাকাডেমিক সুপার ভাইজার বিপিন চন্দ্র রায়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রাজিব হোসেন বলেন, ‘টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। সরকার জনগণের দোরগোড়ায় টিকা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। অভিভাবকদের প্রতি আহ্বান- সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে এ ক্যাম্পেইনে অংশ নিয়ে তাদের সন্তানদের টিকা গ্রহণ নিশ্চিত করেন।’

সভাপতির বক্তব্যে ডা. রশ্মি চাকমা বলেন, ‘এই ক্যাম্পেইনের মাধ্যমে চন্দনাইশ উপজেলার দুই পৌরসভা ও আট ইউনিয়নে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ২৯৫ টি কেন্দ্রে মোট ৫৫ হাজার ৫২৬ জন এবং কমিউনিটি পর্যায়ে ২৪২ টি কেন্দ্রে ২১ হাজার ৮৩০ জন শিশুকে এই টিকা প্রদান করা হবে। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে টাইফয়েড প্রতিরোধী টিকার আওতায় আনা হবে। জনসচেতনতা বৃদ্ধি ও সরকারি স্বাস্থ্যসেবা সফলভাবে বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।’

এসময় উপস্থিত ছিলেন চন্দনাইশ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন, সাধারণ সম্পাদক খালেদ রায়হান, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম মোস্তফা, অর্থ সম্পাদক মোহাম্মদ ওমরফারুক, পরিসংখ্যানবিদ আহসান হাবিব, এমটি (ইপিআই) মুহাম্মদ আব্দুর রাজ্জাক, স্বাস্থ্য পরিদর্শক তরুণ কুমার সরকার, সাবেক স্বাস্থ্য পরিদর্শক পুপুল চৌধুরী, কাঞ্চন ভট্টাচার্য, সহকারী স্বাস্থ্য পরিদর্শক শামসুল আলম চৌধুরী, স্বাস্থ্য সহকারী কাজী মো. রিদোয়ান, পরিবার পরিকল্পনা সহকারী আকলিমা সুলতানা, রেড ক্রিসেন্ট সোসাইটির মঈনুদ্দিন মিজান, মুমেন শাহরিয়ার, সাইমন, রিমন, সানি প্রমূখ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা প্রতীকীভাবে কয়েকজন শিক্ষার্থীকে টিকা প্রদান করে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ১২ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ১০ কর্মদিবস শিক্ষা প্রতিষ্ঠানে এবং ১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ৮ কর্মদিবস কমিউনিটি পর্যায়ে স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্র সমূহে অনুষ্ঠিত হবে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন (টিসিভি)-২০২৫’। এ সময়ে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী/প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেণির ছাত্র-ছাত্রীদেরকে বিনামূল্যে এক ডোজ টিসিভি টিকা প্রদান করা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: