শনিবার , ১ নভেম্বর ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটি ও খাগড়াছড়ি সোনালী ব্যাংক জিয়া পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ১, ২০২৫ ৭:৩১ অপরাহ্ণ

জিয়া পরিষদ, সোনালী ব্যাংক পিএলসি, রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে রাঙামাটি শহরের রাজবাড়ীস্থ অভিজাত হোটেল গ্রান্ড মাষ্টার মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‎জিয়া পরিষদের রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার সভাপতি বিশ্বজিত তঞ্চঙ্গার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় সহধর্মবিষয়ক সম্পাদক সাবেক জজ ও ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ান।

‎প্রধান অতিথি বলেন, বিএনপিকে বিপদে ফেলতে গভীর ষড়যন্ত্র চলছে। সে জন্য বিএনপি পরিবারের সবাইকে শর্তক থাকতে হবে। তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে হলে সবাইকে ঐক্যবদ্ব হতে হবে। সবাই মিলে জিয়া পরিষদের পাশে দাড়াতে উদাত্ত আহবান জানান তিনি। আমরা একটি পরিবার একে অপরের সুখে দুঃখে পাশে থাকবো। বিএনপিকে খন্ড খন্ড করার জন্য অনেকেই উঠে পড়ে গেছে বলে তিনি মন্তব্য করেন।

‎এতে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, জেলা বিএনপির সহসভাপতি এ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা ছাত্রদলের (সাবেক) সাধারণ সম্পাদক আব্দুস সবুর,জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া, জিয়া পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মাষ্টার ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল চাকমা। জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি ও ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের নেতা আব্দুর রশিদ, শরীফুল ইসলাম, আহসান হাবিব, মহি উদ্দিন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

‎বক্তব্য রাখেন, সোনালী ব্যাংক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমা, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম আবুল বাশার, জিয়া পরিষদ ঢাকা ও চট্টগ্রামের পিএলসি সোনালী ব্যাংক নেতৃবৃন্দ এবং রাঙামাটি ও খাগড়াছড়ি জিয়া পরিষদ রাঙামাটি ও খাগড়াছড়ি জিয়া পরিষদ এর সভাপতি বিশ্বজিত তঞ্চঙ্গা, নবনির্বাচিত কমিটির সহসভাপতি সাধন বিকাশ চাকমা, জিয়া পরিষদ নবনির্বাচিত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও জিয়া পরিষদের সভাপতি মানস মুকুল চাকমা।

‎বক্তারা বলেন,গত ১৬বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মদদপুষ্ট সোনালী ব্যাংক কর্মকর্তারা বিএনপি পন্থী সোনালী ব্যাংক কর্মকর্তাদের বিভিন্ন ভাবে হয়রানিসহ সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। বিগত দিনে সোনালী ব্যাংকে যে সকল বিএনপি পন্থী কর্মকর্তারা বঞ্চিত হয়েছে তাদেরকে এই আমলে সকল সুযোগ সুবিধা প্রদানে সোনালী ব্যাংকের উধ্বর্তন কর্মকর্তাদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

‎বক্তারা আরো বলেন, বিগত দিনে হাসিনা সরকার ব্যাংকগুলোকে ধ্বংস করে দিয়ে গেছেন। পাশাপাশি সোনালী ব্যাংকের কর্মকর্তাদের বিভিন্ন ভাবে হয়রানি ও নির্যাতন করা হয়েছে। এখন কথা বলার সময় এসেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে সে দিকে সবার নজর রাখতে হবে।

‎দেশ গঠনে আগামীতে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে দীপেন দেওয়ানকে ২৯৯ নং রাঙামাটি আসনে এমপি প্রার্থী হিসেবে নমিনেশন দেন তাহলে আমরা এই আসনটি তারেক জিয়াকে উপহার দিতে পারবো।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: