শনিবার, মার্চ ২৫News That Matters

চেঙ্গী নদীতে ফুল ভাসিয়ে নানিয়ারচরে বিজুর সূচনা

শেয়ার করুন:

 

পার্বত্য অঞ্চলের পাহাড়ি সম্প্রদায়ের অন্যতম একটি উৎসব বৈসাবী, এর ধারাবাহিকতায় রাঙামাটির নানিয়ারচর উপজেলাতেও পালিত হচ্ছে এই উৎসব।

গেল বছর করোনাকালীন অ-আনুষ্ঠানিক ভাবে পালিত হয়েছিল বৈসাবী উৎসব। এবছর কাপ্তাই লেকের শাখা নানিয়ারচর চেঙ্গী নদীতে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসানোর মধ্য দিয়ে আজ থেকে শুরু হয়েছে চাকমাদের বিজু, মারমাদের সাংগ্রাই ও ত্রিপুরাদের বৈসুক উৎসব।

মঙ্গলবার (১২ই এপ্রিল) নানিয়ারচর রত্নাংকুর বনবিহার থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়ে টিএন্ডটি বাজারে এলাকায় মিলিত হয়। পরে কাপ্তাই হ্রদের নানিয়ারচর চেঙ্গী নদীর পানিতে ফুল ভাসিয়ে উৎসবের সূচনা করেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *