রাঙামাটি কাপ্তাই ও রাজস্থলী উপজেলায় “সরকারি যাকাত ফান্ড” হতে ১১ জনকে যাকাত প্রদান করা হয়েছে।
সোমবার কাপ্তাই উপজেলার ৭ জন ও রাজস্থলী উপজেলার ৪ জনকে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ৫৫ হাজার টাকা যাকাত বিতরণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন কাপ্তাইয়ের ব্যবস্থাপনায় যাকাতের এ অর্থ বিতরণ করা হয়।
এদিকে কাপ্তাই উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরে ইউএনও মুনতাসির জাহান এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন । এসময় ইসলামিক ফাউন্ডেশন কাপ্তাই উপজেলার ফিল্ড সুপারভাইজার নুরুন নবী উপস্থিত ছিলেন ।
অপরদিকে রাজস্থলী উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে রাজস্থলী উপজেলায় যাকাত বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
রাঙামাটি জেলা ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা যায়, রাঙামাটি জেলায় ৭৪ জনকে যাকাত বিতরণ করা হয়েছে। সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান যাকাত বিতরণের কার্মসুচী উদ্বোধন করেন।