গৌতম বুদ্ধের স্মৃতি বিজরতি বৈশাখী পুর্ণিমা উপেলক্ষে রাঙামাটির নানিয়াচরের রত্নাংকুর বন বিহারে নানান ধর্মীয় অনুষ্ঠান সম্পাদন করা হয়েছে।
গৌতম বুদ্ধে এ পুর্নিমা তিথিতে জন্ম, বুদ্ধত্ব এবং পরিনির্বাণ লাভ করেন। এ দিবসটি পালনের জন্য রবিবার সকালে নানিয়াচর রত্মাংকুর বন বিহারে বুদ্ধ পূজা, পিন্ডদান, প্রাতঃরাশ, পঞ্চশীল গ্রহণ অষ্টপরিস্কার দান, সংঘদান, বুদ্ধমুর্তিদান, প্রদীপ পূজা করা হয়।
ধর্মীয় অনুষ্ঠানে দায়ক দায়িকার উদেশ্যে ধর্মীয় দেশনা প্রদান করেন ফুরমোন আন্তর্জাতিক ভাবনা কেন্দ্র সাপছড়ি অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় ভৃগু মহাস্থবীর ও রত্নাংকুর বৌদ্ধ বিহারে অধ্যক্ষ বিশুদ্ধানন্দ মহাস্থবির।
ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা । এ সময়ে রাঙামাটি জেলা পরিষদ সদস্য ইলিপন চাকিমা, নানিয়ারচর থানার ওসি সুজন হালদার, বিহার পরিচালনা কমিটির সভাপতি কমল কান্তি চাকমা,পুজনীয় ভিক্ষু সংঘ ও দায়ক দায়িকারা উপস্থিত ছিলেন।
আগামীকাল সোমবার রাঙামাটি শহরের রাজবন বিহারে বণ্যার্ঢ্য আয়োজনে বৈশাখী পূর্নিমা পালন করা হবে। সকাল ৭ টায় রাজবাড়ি শিল্পকলা একাডেমী থেকে ধর্মীয় শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে টিটিসি সড়ক হয়ে বন বিহারে ধর্মানুষ্ঠানে যোগ দিবে।