রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে ইউনিয়ন সহায়তা তহবিল এর আওতায় ২০২১-২০২২ অর্থ বছরে ৬ দিনব্যাপী মহিলাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা রবিবার (২৯ মে) সমাপ্ত হয়েছে।
সমাপনী দিনে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী বক্তব্য এবং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও সম্মানী প্রদান করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।
কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ এর সভাপতিত্বে এ সময় নতুন বাজার বনিক কল্যান সমিতির সাধারণ সম্পাদক মোঃ একরামুল হক, শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হানিফ, বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউসুফ সহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। ৬ দিন ব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণে এলাকার ২৫ জন মহিলাকে ১২ রকমের ফুড আইটেম তৈরির প্রশিক্ষণ প্রদান করা হয় বলে জানান ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ। রন্ধনশিল্পী উম্মে হাবিবা সাথী ও রিজামনি উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন