মঙ্গলবার, মার্চ ২১News That Matters

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে / বান্দরবানের ডিসিকে বিএনপির স্মারকলিপি প্রদান

শেয়ার করুন:

 

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার দাবিতে বান্দরবান জেলা প্রশাসককে (ডিসি) স্মারকলিপি দিয়েছে বিএনপি।

মঙ্গলবার (২২ মার্চ) সকালে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির হাতে স্মারকলিপি দেন দলটির নেতাকর্মীরা।

এসময় জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং, সাধারণ সম্পাদক মো. জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সরোয়ার জামান, সদস্য সচিব চনুমং, জেলা মহিলা দলের সভাপতি নিরুতাজ বেগমসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বর্তমান বাজারে চাল, ডাল, তেল, পেঁয়াজ, মরিচ, শাক-সবজিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ায় সাধারণ মানুষের কষ্ট বেড়ে গেছে উল্লেখ করার পাশাপাশি সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন দ্রব্যের দাম বাড়ানোর কথা উল্লেখ করা হয়।

চৈত্রের তীব্র রোদের মধ্যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনতে আসা ক্রেতাদের উপচে পড়া ভিড়ে সাধারণ জনগণের কষ্ট আরও বেড়েছে। দ্রুত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করা হয় স্মারকলিপিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *