পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে রাঙামাটির প্রধান কার্যালয়ে চেয়ারম্যান দপ্তরে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা দুপুর ১ টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জনাব নিখিল কুমার চাকমা এর উপস্থিতিতে গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে রাঙামাটি সদর ও খাগড়াছড়ির বিভিন্ন উপজেলাধীন দুর্গম এলাকা হতে গণশুনানিতে অংশগ্রহণ করেন। এসময় চেয়ারম্যান গণশুনানিতে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান।
গণশুনানিতে উন্মুক্ত আলোচনা করা হয়। সেবা প্রত্যাশীদের প্রত্যেককের আবেদন ও বক্তব্য গ্রহণ করা হয়। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আওতায় দুর্গম এলাকায় সোলার হোম সিস্টেম, রাস্তা নির্মাণ, ফুট ব্রীজ নির্মাণ, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্প গ্রহণের বিষয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এর বরাবর আবেদন জানান। সেবা প্রত্যাশীদের হতে প্রাপ্ত আবেদনগুলো যাচাই বাছাই করে আগামীতে গুরুত্বসহকারে বোর্ড কর্তৃক বাস্তবায়নযোগ্য পরিকল্পনায় অন্তর্ভূক্ত করা হবে মর্মে গণশুনানিতে বোর্ডের চেয়ারম্যান আবেদনকারীদের আশ্বস্ত করেন।
চেয়ারম্যান আরো বলেন যে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড স্থানীয় জনমানুষের চাহিদা প্রেক্ষিতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে থাকে। এছাড়া পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তিন পার্বত্য জেলায় যেকোন দুর্গম এলাকার কৃষি, যাতায়াত, সমাজকল্যাণ, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা সম্প্রসারণ, আর্থ-সামাজিক উন্নয়ন সংক্রান্ত কোন প্রিন্ট কিংবা ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রকাশিত হলে সেটাকে অত্যন্ত গুরুত্বসহকারে বিবেচনা করা হয়। তাই দুর্গম পার্বত্য এলাকার জনমানুষ কষ্ট করে বোর্ডে এসে আবেদনপত্র দাখিলের জন্য আসার প্রয়োজন হয়না মর্মে তিনি গণশুনানিতে জানান। গণশুনানিতে অংশগ্রহণ করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
গণশুনানিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান জনাব নিখিল কুমার চাকমা, গবেষণা কর্মকর্তা জনাব কাইংওয়াই ম্রো, বাজেট ও অডিট অফিসার জনাব মোঃ নুরুজ্জামান উপস্থিত ছিলেন।