লংগদু উপজেলার ৪ নং বগাচতর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের প্রভাবশালী ও হাইব্রিড আওয়ামী লীগ নেতা আমির হোসেন মোল্লা তার গায়ের জোরে পরিবেশ নষ্ট করে অন্য ব্যক্তির রেকডীয় জমির পাহাড় কেটে রাস্তা নির্মাণ করার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় ৮ নং ওয়ার্ডের মেম্বার তাজুল ইসলাম সহ স্থানীয়রা জানান, এলাকাবাসী জানেনা রাস্তা হচ্ছে। অন্যের জায়গায় পাহাড় কেটে রাস্তা নির্মাণ জমি দখল, পরিবেশ নষ্ট ও জনমনে আতঙ্ক সৃষ্টিসহ ভূমিদস্যু নামে পরিচিত এই হাইব্রিড আওয়ামী লীগ পাতি নেতা আমির হোসেন মোল্লা।
স্থানীয়রা আরো বলেন, এরাস্তা জনকল্যাণকর নয়। মানবশূণ্য এলাকায় রাস্তার প্রয়োজন ছিল না। জাকির হোসেন তার অপউদ্দেশ্য হাসিলের জন্য ক্ষমতার বলে শত শত একর জমির ধান নষ্ট করতে এ রাস্তা নির্মাণ করতে যাচ্ছে। উপজেলা প্রশাসন রাস্তার প্রকল্প বরাদ্দ দেওয়ার সময় বলে দিয়েছেন বিতর্কত বা ব্যক্তি মালিকানা জায়গায় রাস্তা হবে না। তার পরেও রাতের আধারে ড্রেজিং মেশিন দিয়ে পাহাড় কেটে রাস্তা নির্মাণ করছে আমির হোসেন। এভাবে রাস্তা নির্মাণ না করতে বারণ করছেন ইউএনও লংগদু ও উপজেলা চেয়ারম্যান। যদি রাস্তা করতে না পারে তাহলে স্থানীয় লোকজনদের বিভিন্ন ভাবে মেরে ফেলার হুমকি দিচ্ছে আমির হোসেনের ক্যাডার বাহিনী। কাউকে তোয়াক্কা করে না আমির হোসেন। তার অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী। তাই পাহাড় কাটা বন্ধসহ আমির হোসেনের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানান।
হাইব্রিড নেতা আমির হোসেন দাবি করে বলেন, আমি লংগদু উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলামসহ উপজেলার নেতৃবৃন্দ এ প্রকল্পটি আমাকে দিয়েছে। তাই আমি সরকারি খাস জায়গায় পাহাড় কেটে রাস্তা নির্মাণ করছি।
অথচ তার কথার সাথে কাজের সাথে কোন মিল পাওয়া যায়নি। জনগন বলেন, সম্পৃুর্ণ গায়ের জোরে সে মানুষের জায়গার উপর দিয়ে পাহাড় কেটে রাস্তা নির্মাণ করছে। আমির হোসেনের আসল উদ্দেশ্য হলো রাস্তাটি হলে সে ওপাড়ে ব্রিক ফিল্ড স্হাপন করবে। না হয় জনশূন্য এলাকায় রাস্তার প্রয়োজন কেন?