রাঙামাটিতে নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আইন,বিধি ও প্রবিধিমালার প্রয়োগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাঙামাটি উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ( অতিরিক্ত সচিব ) চেয়ারম্যান মো আব্দুল কাইউম সরকার।
এ সময় তিনি বলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দেশের সকল জেলা সকল উপজেলায় অফিস স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। দেশের ২০ টি জেলায় অফিস নেওয়া হয়েছে। বাকিগুলো ধারাবাহিকভাবে করা হবে।
রাঙামমাটি অতিরিক্ত জেলা প্রশাসক মো মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য প্রফেসর ড.মো আব্দুল আলীম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো মামুন মিয়া প্রমূখ।
সেমিনার শুরুতে নিরাপদ খাদ্য আইন নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মো আব্দুল আলীম।
মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বরুন কুমার দত্ত, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, বনরূপা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু সৈয়দ, সাংবাদিক সুনীল কান্তি দে প্রমূখ।