রাঙামাটির কাপ্তাইয়ে কোভিড-১৯ প্রতিরোধমূলক কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে কমিউনিটি নেতৃবৃন্দের সাথে নিয়ে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রবিবার ( ১৯ জুন) অরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক এবং ইয়ুথ লিডার সহ বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ অংশ নেন।
ইউনিসেফের সহযোগিতায়, এডাবের সম্মন্বয়ে সামাজিক ও মানবিক উন্নয়ন সংস্থা মনীষার আয়োজনে এ অরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন।
কাপ্তাই যুব রেডক্রিসেন্ট দলনেতা আসিফুল ইসলামের সঞ্চালনায় মনীষা প্রজেক্ট ম্যানেজার আনিসুল ইসলাম তুহিন এর সভাপতিত্বে এইসময় প্রধান আলোচক ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি ।
বক্তব্য দেন এডাবের কর্মকর্তা রিপন চাকমা,কাপ্তাই প্রেসক্লাব সভাপতি মো.কবির হোসেন, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাগর চক্রবর্তী, কাপ্তাই বিএফআইডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ইউসুফ, নতুনবাজার বনিক কল্যান সমিতির সাধারণ সম্পাদক একরামুল হক, সংস্কৃতিকর্মী নুুর মোহাম্মদ বাবু,মসজিদ ইমাম আব্দুল ছালাম।
আলোচনায় কোভিড-১৯ বিষয়ে জনগনকে সচেতনমূলক কাজে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করা হয় এবং প্রতিটি স্কুল,পাড়াকেন্দ্র এলাকায় সচেতন করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।