খাগড়াছড়ির রামগড় উপজেলার সদরের সুকেন্দ্রাই পাড়ার বন্ধ মদ ফ্যাক্টরির ভেতর থেকে রোববার সকাল ১০টার দিকে বিবি খাদিজা (৫৫) নামে এক গৃহবধুর অর্ধ-গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে মরদেহটি ১নং পৌর ওয়ার্ডের বল্টুরামটিলা এলাকার নুরুল আলমের স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, ২১ জুলাই সকালে ঘুম থেকে পরিবারের সব সদস্য জেগে উঠলেও বিবি খাদিজাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
তাই আত্মীয়- স্বজনের বাড়িতে খোঁজ নেয়া হয়। ওই দিনই থানায় সাধারণ ডায়রী (নং ৭৬৯) করা হয়। সুকেন্দ্রাই পাড়ার বাসিন্দারা জানান, বাতাসে পচনের গন্ধ পেয়ে পুলিশকে খবর দিলে মদ ফ্যাক্টরির একটি পরিত্যক্ত কক্ষ থেকে বিবি খাদিজার মরদেহ উদ্ধার করে পুলিশ।
রামগড় থানার ওসি (তদন্ত) রাজীব কর জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে নিহতের এক মেয়ে এবং মদ ফ্যাক্টরির তত্বাবধায়ককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।