জুরাছড়ি উপজেলায় “সময়ের অঙ্গীকার কন্যা শিশুর অধিকার ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৪আক্টোর) মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, বিশেষ অতিথি তথ্য কর্মকর্তা নীলাঞ্জনা তঞ্চঙ্গ্যা, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোঃ আবুল খায়ের, রির্সোস সেন্টারের ইন্সেট্রাক্টর মোঃ মরশেদুল আলম, মৎস্য কর্মকর্তা মৃনাল কান্তি চাকমা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের কন্যা শিশুরা সুযোগ পেলে নিজের মেধা বিকাশ করে দেশ ও জাতির সুনাম বয়ে আনতে পারে। তার উদাহার সাব এশিয়া সাভ কাপে পার্বত্য অঞ্চলের নারী ফুটবলারা। সুতরাং কন্যা শিশুদের অধিকার নিশ্চিত করতে সামাজিক ভাবে সচেতনতা বৃদ্ধি করতে হবে।