ভারী বর্ষণে পাহাড়ধসে রাঙামাটির সাজেক-খাগড়াছড়ি সড়কে নন্দারাম এলাকায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। তবে কোন হতাতের ঘটনার খবর পাওয়া যায়নি। যান চলাচল বন্ধ থাকায় সড়কের দুইদিকেই সাধারণ যাত্রিদের সাথে পর্যটকরাও আটকে পড়েছেন।
সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে উদ্ধার তৎপরতায় কাজ করছে স্থানীয় সেনাবাহিনীর সদস্যরা। বিকেলের মধ্যে যান চলাচল স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।
বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার জানান, মঙ্গলবার বিকেল থেকে থেমে থেমে ভারী বৃষ্টিপাত হওয়ায় এ পাহাড়ধসের ঘটনা ঘটে।তবে এতে জানমালের কোন ক্ষতি হয়নি। খবর পেয়ে স্থানীয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরের সদস্যরা সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে কাজ করছেন। বিকেল নাগাদ যান চলাচল স্বাভাবিক হতে পারে বলে আশা করছি।