সমকাল ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) আয়োজনে রাঙামাটিতে জাতীয় বিজ্ঞান বির্তক উৎসব ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
১১ নভেম্বর সকালে রাঙামাটি রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে মোট চারটি গ্রুপে আট’টি বিদ্যালয় বিতর্কে অংশগ্রহণ করে।
বিতর্কের ফাইনাল রাউন্ডে পক্ষে দলে রাঙামাটি লের্কাস পাবলিক স্কুল এন্ড কলেজ ও বিপক্ষ দলে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়।
দুই স্কুলের তর্ক লড়াইয়ে রানার্স আপ অর্জন করে রাঙামাটি লের্কাস পাবলিক স্কুল এন্ড কলেজ ও বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়।
এসময় শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয় রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী সুমায়া আক্তার স্নেহা।
বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে’র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক, রাঙামাটি সাংবাদিক সমিতির সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী, রাঙামাটি সমকাল প্রতিনিধি সত্রং চাকমা, অংশগ্রহণ গ্রহণকারী প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও অবিভাবকগণ।
পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়।